কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামে শাবানা (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত শাবানার পরিবার এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে, অন্যদিকে স্বামী আত্মহত্যার কথা বলছেন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামের **জাহিদুল ইসলামের স্ত্রী শাবানা (২৮)** নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। নিহত শাবানা দুই সন্তানের জননী।
নিহতের পিতা **শাজাহান** এটিকে একটি পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই তাদের মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। গত কয়েকদিন যাবত শ্বশুর আবুল হোসেন ঝগড়া করেছিলো, এলাকার মানুষ সেইটা মিমাংসা করে দেয়। ঘটনার রাত ৩টার দিকে হঠাৎ ফোন পেয়ে তারা মেয়ের মৃত্যুর খবর পান।”
অন্যদিকে, স্বামী **জাহিদুল** দাবি করছেন, “আমার মাথায় একটি আঘাত আছে, আমি রাত ১২টার দিকে দোকান থেকে আসলে আমার স্ত্রী আমাকে ওষুধ খাওয়ান। আর আমাকে বলে তুমি না বাঁচলে আমিও বাঁচবোনা, কিছুক্ষণ পরে ঘুম ভাঙ্গলে দেখি ফাঁস নিছে।”
এ বিষয়ে কালিহাতী থানার এসআই **সুকান্ত রায়** জানান, “ঘটনাস্থলে গিয়ে লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখি। স্বামী ও নয় বছরের ছেলে ঘরের বাঁশের ধন্না থেকে কাঁচি দিয়ে কেটে লাশ নামিয়েছে বলে শুনেছি। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।