আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ কাজ শুরুর প্রস্তুতি, চন্দনাইশে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা এলাকায় আদালতের ১৪৪ ধারা নির্দেশনা উপেক্ষা করে ভূমি জবর দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন পৌরসভার দক্ষিণ জোয়ারা, ৬ নং ওয়ার্ডে আদালতের ১৪৪ ধারা নির্দেশনা উপেক্ষা করে ভূমি জবর দখল করার এক অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, ভিটেভূমি বিরোধ নিয়ে স্থানীয়ভাবে বৈঠকে মীমাংসা ব্যর্থ হলে মোহাম্মদ সামশুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রাম দক্ষিণ আদালতে মামলা রুজু করেন। মামলা চলাকালীন সময়ে বিরোধীয় ভূমিকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা নষ্ট এবং আইন শৃঙ্খলা অবনতি ঘটলে সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থার গ্রহণের কথা জানিয়ে চন্দনাইশ থানা হতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম দক্ষিণ আদালতের স্মারক নং ২৮৫৯, তারিখ ২৪/১২/২০২৪ ইং, ফৌ: কা: বি: ১৪৫ ধারা উল্লেখ পূর্বক ০২/০১/২০২৫ নোটিশ প্রদান করা হয়।
অভিযোগ, বিবাদী পক্ষ আইনকে হাতে তুলে নিয়ে বিরোধীয় ভূমি দখলের বেশ কয়েকবার চেষ্টা চালায়। বিগত সময়ে কয়েকবার এবং সম্প্রতি ৩০ মে থানা পুলিশ এমন বেআইনি তৎপরতা বন্ধ করে দেয়। বর্তমানে এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।