আফরান নিশো ক্ষমা চাইলে তাণ্ডব-এ থাকবেন: রায়হান রাফী
শাকিব খান ভক্তদের ক্ষোভের মুখে আফরান নিশো। নিশো তাণ্ডব ক্ষমা বিতর্কে নির্মাতা রায়হান রাফী বললেন, নিশো ক্ষমা চাইলে তবেই তাণ্ডব-এ থাকবেন।
২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ ছবির মাধ্যমে বড়পর্দায় আসা অভিনেতা আফরান নিশো এবার বড় বিতর্কের মুখে। শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় তার কয়েক সেকেন্ডের একটি ক্যামিও দৃশ্য থাকা নিয়ে ক্ষিপ্ত শাকিব ভক্তরা। তাদের দাবি, শাকিবের সিনেমায় নিশোর কোনো ক্যামিও থাকবে না, যদি না নিশো প্রকাশ্যে শাকিব খানের কাছে ক্ষমা চান। এই বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন ‘তাণ্ডব’ নির্মাতা রায়হান রাফী। তিনি স্পষ্ট জানিয়েছেন, নিশো সরি বললে তবেই তাকে ‘তাণ্ডব’-এ রাখা হবে।
অভিনেতা আফরান নিশোর সঙ্গে শাকিব ভক্তদের দ্বন্দ্বের সূত্রপাত ঘটেছিল ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ ছবির মুক্তির আগে। সে সময় নিশো বিভিন্ন গণমাধ্যমে শাকিব খানকে ইঙ্গিত করে ‘সো কল্ড হিরো’ এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কটূ মন্তব্য করেছিলেন। নিশোর এই আচরণ শাকিব ভক্তরা মোটেও ভালোভাবে নেয়নি এবং সাধারণ দর্শকদের কাছেও তিনি তোপের মুখে পড়েছিলেন।
এবার শোনা যাচ্ছে, শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় কয়েক সেকেন্ডের একটি ক্যামিও থাকছে নিশোর। আর এতেই ফের ক্ষিপ্ত হয়েছেন শাকিব ভক্তরা। তাদের সুস্পষ্ট দাবি, শাকিবের সিনেমায় নিশোর কোনো ক্যামিও থাকবে না। যদি নিশোকে রাখতে হয়, তাহলে তাকে শাকিব খানের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক শোরগোল চলছে। জানা যায়, নিশোর ক্যামিও থাকার বিষয়টি শাকিব নিজেও ইতিবাচকভাবে নেননি। এই কারণে অনেক শাকিব ভক্ত ‘তাণ্ডব’ বয়কটের ডাকও দিচ্ছেন। কেউ কেউ বলছে, শাকিব খানের সিনেমা মুক্তি পেলে ৫ থেকে ৭বার করে ভক্তরা দেখে থাকে, কিন্তু যে অভিনেতা নতুন সিনেমায় এসেই শাকিব খানকে কটাক্ষ করেছেন, তিনি যদি ক্ষমা না চান, তাহলে ভক্তদের একাধিকবার ‘তাণ্ডব’ দেখার আগ্রহ থাকবে না।
রায়হান রাফীর শর্ত:
- “নিশো যে অন্যায়টা করছে তাকে সরি বলতে হবে।”
- “সেটা ভাইয়ার (শাকিব খান) কাছে হোক, কিংবা জন সম্মুখে হোক।”
- “নিশো সরি বললে শাকিব খান যদি চায় কাজ হবে, না চাইলে হবে না।”
এই পুরো বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন ‘তাণ্ডব’ নির্মাতা রায়হান রাফী। তবে সম্প্রতি অনলাইনে প্রকাশিত কয়েক সেকেন্ডের একটি অডিওতে রাফীর মুখে শোনা যায়, “নিশো যে অন্যায়টা করছে তাকে সরি বলতে হবে। সেটা ভাইয়ার (শাকিব খান) কাছে হোক, কিংবা জন সম্মুখে হোক। এটা নিয়া আমার এবং ভাইয়া কারও কোনো দ্বিমত নাই।” উদাহরণ দিয়ে রাফী আরও বলেন, “আজকে আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে, তাহলে তাকে ফোন দিয়ে আর যেভাবে হোক সরি বলতে হবে। নিশো সরি বললে শাকিব খান যদি চায় কাজ হবে, না চাইলে হবে না। আমি তো এত বোকা ডিরেক্টর না।” তার এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, নিশোর ক্ষমা চাওয়া ছাড়া এই বিতর্কের সমাধান সম্ভব নয়।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে শাকিব খানের এই সিনেমাটি দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, এফএস নাঈম, রোজি সিদ্দিকী, ডাক্তার এজাজসহ অনেকে। এমন একটি গুরুত্বপূর্ণ সিনেমার মুক্তির আগে এই বিতর্ক নির্মাতাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে।