নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারি গ্রেফতার
নড়াইলের নড়াগাতী থানা পুলিশ ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে; তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জসিম মোল্যা (২১), মোঃ জুম্মন মোল্যা (৩২), লাতিফুর ইসলাম (২৬) ও মোঃ কুটি মিয়া চৌধুরী (৪০)।
গ্রেফতারকৃত মো: জসিম মোল্যা (২১) দক্ষিণ ডুমুরিয়া গ্রামের ওসমান মোল্লার ছেলে, মোঃ জুম্মন মোল্যা (৩২) একই গ্রামের মৃত হাসমত আলীর ছেলে, লাতিফুর ইসলাম (২৬) একই গ্রামের খশরুল আলম ফকিরের ছেলে ও মোঃ কুটি মিয়া চৌধুরী (৪০) একই গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে। তারা সবাই নড়াগাতী থানার বাসিন্দা।
গতকাল (শুক্রবার, ৩০ মে) নড়াগাতী থানাধীন ৯ নং বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামস্থ বিকাশ মুখার্জীর বসত বাড়ীর উঠান থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নঃ) মো: মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান নড়াইল থেকে জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়।