মাদারগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে তামাকমুক্ত সমাজের গুরুত্ব তুলে ধরা হয়।
জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) বেলা ১১টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা চত্বরে র্যালি এবং পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাসিল্যান্ড সায়েদা খানম লিজা, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি খাদেমুল ইসলাম, বালিজুড়ী আর.এ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান প্রমুখ। বিআরডিবি অফিসার রুহুল আমিন সভাটি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।