সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু: পল্লীবিদ্যুৎ কার্যালয় ভাঙচুর
জামালপুরের সরিষাবাড়ীতে পল্লীবিদ্যুতের সাবস্টেশনের কন্ট্রোল রুমের অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে; এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী পল্লীবিদ্যুৎ কার্যালয় ভাঙচুর করেছে।
জামালপুরের সরিষাবাড়ীতে পল্লীবিদ্যুৎ সাবস্টেশনের কন্ট্রোল রুমের অসাবধানতার কারণে বিদ্যুতায়িত হয়ে মো. বিপুল মিয়া (৩০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
গতকাল (শুক্রবার, ৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার বাউসি পঞ্চপীর দক্ষিণপাড়া এলাকায় কাশেম ফকিরের বাড়ীর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কামরাবাদ এলাকায় অবস্থিত উপজেলা পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও করে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত বিপুল মিয়া উপজেলার পঞ্চবীর এলাকার সোহরাব আলীর ছেলে। তিনি উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের মাস্টাররোলের লাইনম্যান হিসেবে কাজ করতেন। আহত ব্যক্তিরা হলেন— মোতালেব (৪০) ও বাদল (৩৫)। তাঁরা দুজন একই কার্যালয়ের লাইনম্যান। গুরুতর আহত হয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ঝড়বৃষ্টিতে বাউসি দক্ষিণপাড়া এলাকায় গাছের ডাল ভেঙে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে যায়। পরে বিষয়টি অফিসে জানালে তিনজন ইলেকট্রিশিয়ান ঘটনাস্থলে কাজ করতে আসেন। তারা কাজ করার পূর্বে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করান। এরপর তারা কাজ করা শুরু করেন। কাজ করা অবস্থায় হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে তিনজনই বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের গাফিলতি ও অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা কামরাবাদ এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে হামলা চালায়। এসময় আসবাবপত্রসহ দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন খান বলেন, “ঝড়ে তার পড়ে গেলে সেখানে তিনজন কর্মচারী কাজ করতে যান। পল্লী বিদ্যুতের তারের ওপর পিডিবির তার ছিল। যেহেতু আমাদের সংযোগ বিচ্ছিন্ন ছিল, পিডিবির সচল লাইনেই দুর্ঘটনাটি ঘটেছে।”
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ সাংবাদিকদের বলেন, “সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একজনের মৃত্যু ঘটনায় লোকজন পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে হামলা ও ভাঙচুর করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”