সরিষাবাড়ী কলেজের নামে বঙ্গবন্ধু কলেজের নামকরণ: শিক্ষকদের প্রতিবাদ ও স্মারকলিপি
জামালপুরের সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী সরিষাবাড়ী কলেজ জাতীয়করণে বৈষম্যের প্রতিবাদ এবং বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে 'সরিষাবাড়ী সরকারি কলেজ' নামকরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দিয়েছেন সরিষাবাড়ী কলেজের শিক্ষকরা।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী সরিষাবাড়ী কলেজ জাতীয়করণে বৈষম্যের শিকার এবং বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে “সরিষাবাড়ী সরকারি কলেজ” নামকরণ করায় প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদানসহ প্রতিবাদ সমাবেশ করেছেন সরিষাবাড়ী কলেজের বিক্ষুব্ধ শিক্ষকরা।
গতকাল (বৃহস্পতিবার, ২৯ মে) দুপুরে সরিষাবাড়ী কলেজের শিক্ষকদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ কর্মসূচি পালিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকরা বলেন, ১৯৬৭ সালে সরিষাবাড়ী উপজেলায় তৎকালীন কিছু বরেণ্য শিক্ষাব্রতী সুধীজনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ১০.৯৪ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় সরিষাবাড়ী কলেজ। আজ সেই কলেজের নাম, যশ, খ্যাতি বিনষ্ট করার অপতৎপরতায় একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন করে, সরিষাবাড়ী কলেজের নামের সাথে হুবহু মিল রেখে, “সরিষাবাড়ী সরকারি কলেজ” নামকরণ করা হয়েছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে কলেজটি জাতীয়করণসহ নাম পরিবর্তনের দাবি জানান তারা।
এতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন— সরিষাবাড়ী কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহছান শাহীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবিএম সাইদুল হাসান শিপন, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক খায়রুল আলম শ্যামল ও প্রভাষক বিউটি খাতুন, প্রভাষক গুলশানআরা, নাজমা খানম, ওয়াহিদা সুলতানা প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে সরিষাবাড়ী কলেজটিকে জাতীয়করণসহ সরিষাবাড়ী বঙ্গবন্ধু সরকারি কলেজ নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচী গ্রহণের হুঁশিয়ারি দেন সকল শিক্ষকরা।