নারী নির্যাতন মামলায় সংগীতশিল্পী নোবেলকে আটক করলো ডেমরা পুলিশ
নারী নির্যাতন মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করলো ডেমরা থানা পুলিশ; তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।
নারী নির্যাতন মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করলো ডেমরা থানা পুলিশ। আজ মঙ্গলবার (২০ মে) সকালে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান গণমাধ্যমকে নোবেলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোবেলের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে এবং এর মধ্যে নারী নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতারণার মামলায় গ্রেপ্তার ও ব্যক্তিগত বিতর্ক:
প্রায় দুই বছর আগেও পুলিশ নোবেলকে গ্রেপ্তার করেছিল। সে বার ২০২৩ সালে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েও উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছিল।
নোবেল তার বিতর্কিত ব্যক্তিগত আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন। একাধিকবার বিয়ে করেও তিনি সংবাদের শিরোনাম হয়েছেন, কিন্তু কোনো সংসারই তার স্থায়ী হয়নি। ২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে তিনি আলোচনায় আসেন, কিন্তু মাদক ত্যাগ না করার কারণে সেই সংসার বেশিদিন টেকেনি। এরপর ২০২৩ সালের শেষ দিকে আবারও নোবেলের বিয়ের খবর সামনে আসে।
বাংলাদেশের সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। ওই শোতে তার গান দর্শকের মনে গভীর প্রভাব ফেলে এবং পরবর্তীতে তার বেশ কিছু একক গানও শ্রোতাপ্রিয়তা পায়।
গ্রেপ্তারের পর নোবেলকে ডেমরা থানা হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।