কালিয়াকৈরে পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আ’লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রাসেলের পক্ষে উপজেলার সফিপুর পৌরসভার ৯নং ওয়ার্ডর রতনপুর রেললাইন এলাকায় সোমবার সকালে আ,লীগ মনোনীত রেজাউল করিম রাসেলে নৌকা প্রতিকে প্রচারণা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের সদস্য আজাদ কামাল স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মৌচাক ইউনিয়ন আ’লীগের সদস্য সাবেক ছাত্রনেতা হারুন অর-রশীদ সিকদার, উপজেলা মৎস্যলীগের যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম মিলন সহ ওয়ার্ড আ’লীগের নেতাকর্মী ও জনসাধারণ বৃন্দ।এসময় দোয়া মাহফিল শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কালিয়াকৈর পৌরসভা কে একটি আধুনিক ডিজিটাল পৌরসভা গড়ার লক্ষ্যে আ’লীগ মনোনীত প্রার্থীকে ২৮ নভেম্বর পৌরসভার নির্বাচনে নৌকা প্রতিকে মূল্যমান ভোট দিয়ে জয়যুক্ত করে পাশে থাকার আহবান করা হয়েছে।