রাজনীতি

’৭১-এ ভালো নেতৃত্ব পেলে আজ আমরা মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো হতে পারতাম: রেজা কিবরিয়া

বিগত পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে এসেছে বাংলাদেশের স্বাধীনতার। এই দীর্ঘ সময়ে দেশ অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে বহু উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। তবু আজও সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে,আমরা কি আমাদের সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহারে সক্ষম হয়েছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সম্প্রতি এক টকশোতে এমনই কিছু স্পষ্ট ও বিতর্কিত মন্তব্য করলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনীতিক ড. রেজা কিবরিয়া।

অনুষ্ঠানে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ’৭১ সালের নেতৃত্বের মান, শহীদ জিয়াউর রহমানের গুণাবলি এবং নিজের রাজনৈতিক সক্রিয়তা নিয়ে বিশদ আলোচনা করেন।রেজা কিবরিয়া বলেন, “আমরা যদি একাত্তরে এ ভালো নেতৃত্ব পেতাম, আমরা এখন মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো কমপক্ষে হতে পারতাম এত বছরে।”

রেজা কিবরিয়া বলেন, “একজনের নেতৃত্ব আমি খুব সম্মান করি এবং মনে করি ওই লোকটাকে আমরা আর পাবো না। আরো এক হাজার বছরে সে ধরনের মানুষ আর জন্মাবে না। সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এত হাই কোয়ালিটি দেশপ্রেমিক আপনারা আর পাবেন না। এটা আমি মানে এর কাছাকাছি যদি পাই তাহলে আমরা দেশ হিসাবে অনেক বড় কিছু করতে পারব। কিন্তু সে ছিল একটা এক্সেপশন।”

উপস্থাপকের প্রশ্নে,অর্থনীতিবিদ হয়েও, আমেরিকায় অবস্থান সত্ত্বেও দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন,”প্রায় ৪০টা বছর ৩৫টা দেশে কাজ করেছি আমি। শেষে আইএমএফ-এর জন্য আফ্রিকার সাতটা দেশের অর্থমন্ত্রী ও গভর্নরদের উপদেষ্টা ছিলাম। তারপর ঢাকায় একটা প্রজেক্ট করলাম। পরে গেলাম ক্যাম্বোডিয়াতে। সেখানকার অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলাম। অন্য দেশে অনেক অবদান রাখার সুযোগ হয়েছে। কিন্তু নিজের দেশে কাজ করার তৃপ্তিটা একটু আলাদা। নিজের দেশের মানুষ উপকৃত হলে, সেটাই আসল তৃপ্তি। আল্লাহ তাআলা যদি সুযোগ দেন, দেশের জন্য কাজ করবো।”

তিনি আরও বলেন, “সেজন্যই তো রাজনীতিতে আছি। কারণ দেশের মানুষের জন্য কাজ করতে হয়। এখান থেকে সবচেয়ে বেশি করা যায়। এনজিওতে ৫০ হাজার ,১ লক্ষ লোককে সাহায্য করতে পারেন, কিন্তু রাজনীতিতে যদি আপনি গুরুত্বপূর্ণ কোনো নীতি নির্ধারক হন, তবে হয়তো ৫ কোটি মানুষের জীবন উন্নত করতে পারেন। এই আশাতেই, এই লোভেই আমি রাজনীতিতে আছি।”

রাজনীতিতে আশাভঙ্গ হয়েছে কিনা এমন প্রশ্নে রেজা কিবরিয়া বলেন,”আমি অপেক্ষায় আছি। আমি সবসময় আশাবাদী,একদিন হবে, মানে এই ধরনের পরিস্থিতি হবে। কারণ রাজনৈতিক অবকাঠামো থেকে কী ধরনের নেতৃত্ব বের হবে সেটা বলা কঠিন। আমেরিকার মতো দেশে নিম্নমানের নেতৃত্ব তারা পেয়েছে।এই সরকার শুধু আমেরিকা না, পুরো পৃথিবীকে একটা অর্থনৈতিক মন্দার মধ্যে ফেলেছে। কিন্তু এটাও তো আমেরিকান জনগণই চেয়েছে।”

তিনি বলেন, “আমরা গণতন্ত্রকে সম্মান করি, তাই এই সিদ্ধান্তকেও সম্মান করতে হবে। বাংলাদেশে আমি আশা করছি গণতান্ত্রিক কোনো সিস্টেম থেকেই ভালো কিছু বের হয়ে আসবে।”

রেজা কিবরিয়া বলেন, “আমাদের ৫৪ বছরের ইতিহাসে একজনের নেতৃত্ব আমি খুব সম্মান করি,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর কাছাকাছি যদি পাই, তাহলে দেশ হিসেবে অনেক বড় কিছু করতে পারবো। কিন্তু এর বাইরে বহু নিম্নমানের লোক দেশের নেতৃত্বে ছিল এবং আমরা সেজন্য সাফার করেছি।”

শেষে আবারও ’৭১ সালের প্রসঙ্গে ফিরে তিনি বলেন, “আমরা যদি একাত্তরে এ ভালো নেতৃত্ব পেতাম, আমরা এখন মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো কমপক্ষে হতে পারতাম এত বছরে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা সরোয়ার্দর বডিগার্ড আর একটা দুর্নীতিগ্রস্ত জেনারেল,আমরা তাদেরকে পেয়েছিলাম। কী করব!”

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker