মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় লোকমান মোল্লা নামে এক ক্লিনিক মালিকের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও নারীদের নির্যাতেনর এই অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বিক্ষুব্ধ নারীরা শনিবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে লোকমান মোল্লার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। পরে তার বিচার দাবি নিয়ে পুলিশ সুপার এবং ওসি বরারর একটি অভিযোগ দায়ের করেন। এসময় বিক্ষুব্ধ নারীরা লোকমান মোল্লার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দিয়েছেন।
জানা গেছে, অনেকদিন যাবত শহরের কলেজ রোড এলাকায় ইকবাল মৃধা ও তার বংশের লোকজন বসবাস করে আসছে। কয়েক বছর আগে কলেজ রোড এলাকাতে লোকমান মোল্লা একটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই লোকমান মোল্লার ইকবাল মৃধা ও তার বংশের লোকদের জমির উপর নজর পড়ে। এসময়ে ক্লিনিক সম্প্রসারণের জন্য বিভিন্ন কৌশলে জমি দখলের চেষ্টা করেছেন।
ইকবাল মৃধার পরিবারের দাবি, শনিবার সকালে লোকমান মোল্লা ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে তাদের জমি দখলের চেষ্টা করেছেন। এসময় বাধা দিলে অনি আক্তার (২৬), আকাশ মৃধাসহ (৩৩), আরো কয়েকজনকে কুপিয়ে গুরতর জখম করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছেন। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পাপড়ি আক্তার বলেন, দীর্ঘদিন যাবত আমাদের পৈত্রিক জমি দখলের পাঁয়তারা করছে লোকমান মোল্লা। বাঁধা দিতে আসলে হামলা করে তার সন্ত্রাসী বাহিনী। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আমরা এর বিচার চাই। অপর বাসিন্দা ইকবাল মৃধা বলেন, লোকমান মোল্লা তার ক্লিনিক বড় করার জন্য আমাদের জমি দখলের চেষ্টা করছেন। আমাদের মামলা দিয়ে হয়রানি করছেন। আমাদের নারীদের উপর হামলা করেছে।
তবে অভিযুক্ত লোকমান মোল্লা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমার ক্রয়কৃত জমিতেই আমি ক্লিনিক করেছি। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গির আলম বলেন, আন্দোলনকারী নারীদের সাথে আমরা কথা বলেছি। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃক্সখলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।