নওগাঁয় হঠাৎ ঘন কুয়াশা, বার্তা দিচ্ছে শীতের
ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা চারপাশ; সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ২৪.৯° সেলসিয়াস
নওগাঁয় হঠাৎ করেই দেখা দিয়েছে ঘন কুয়াশা। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ। ভোর থেকে মাঠঘাট, গাছপালা ও ঘাসের ডগায় জমেছে শিশিরবিন্দু। ফলে সকাল থেকে যানবাহনের গতি ছিল ধীর, রাস্তায় মানুষের উপস্থিতিও ছিল কম।
সরেজমিন দেখা গেছে, শহরের রাস্তায় হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে চলছিল যানবাহন। বাসস্ট্যান্ড, বাইপাস সড়কসহ বাজার এলাকায় সকাল ৮টা পর্যন্ত ছিল কুয়াশার ধোঁয়াটে আবরণ। গ্রামীণ সড়কগুলোতে কুয়াশার ঘনত্ব ছিল আরও বেশি। রাণীনগর, পত্নীতলা, ধামইরহাট ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন গ্রামে সকাল ৯টার পরও সূর্যের দেখা মেলেনি।
স্থানীয়রা জানান, আজকের মতো ঘন কুয়াশা চলতি মৌসুমে আগে দেখা যায়নি। হঠাৎ করে এমন কুয়াশা পড়ায় সবাই বুঝে নিয়েছেন শীত আসছে। কৃষক মজিবর রহমান বলেন, “আজ ভোরে উঠেই দেখি পুরো মাঠ কুয়াশায় ঢাকা। মনে হচ্ছে, এবার বুঝি সত্যি শীত এলো।”
বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর প্রভাব কমে আসায় ধীরে ধীরে তাপমাত্রা কমছে। আজ ৭ অক্টোবর সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, কুয়াশা পড়া মানে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে।