এখনো ভাঙেনি কক্সবাজারে পর্যটকদের মিলন মেলা। পর্যটন সেবীদের দাবি দু’লাখের বেশি পর্যটক এখনো অবস্থান করছেন দরিয়া নগরীতে। তবে এতো সংখ্যক পর্যটক থাকলেও হতাশার সুর ব্যবসায়ীদের।
হোটেল ব্যবসায়ীরা বলছেন, পর্যটকদের সবাই তাদের অতিথি নন। কেউ আশপাশের, কেউ দিনে এসে দিনে চলে যান। তবে দূর থেকে যারা কক্সবাজার এসে হোটেলে থাকছেন এই সংখ্যাটা নিয়ে তারা খুশি।
হোটেল ব্যবসায়ীদের সাথে তাল মেলালেন পর্যটন ভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ীরা। বললেন, পর্যটক প্রচুর, কিন্তু বেচা-বিক্রি কম।
কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, হোটেলে থাকুক বা না থাকুক অথবা ব্যবসায় হতাশা থাকলেও লাখো পর্যটককে সামাল দিতে হচ্ছে পুলিশকে। নিরাপত্তা জোরদার রেখেছে টুরিস্ট পুলিশ।
লাইফগার্ড কর্মীরা বলছেন, পর্যটকরা তাদের কথা শুনতে চাচ্ছেন না। চলে যাচ্ছেন সাগরের বিপদ সীমানায়।