ফুটবল

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার হতে যাচ্ছেন আর্জেন্টিনার মার্টিনেজ

আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বকাপ জিতেছেন এমিলিয়ানো মার্টিনেজ। দেশের পক্ষে কোপা আমেরিকাও জয় করেছেন তিনি। এবার ক্লাব ফুটবলে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে চান ৩০ বছর বয়সী গোলকিপার।

সেই লক্ষ্যে অ্যাস্টন ভিলা ছাড়ার মনোস্থির করেছেন মার্টিনেজ। ইউরোপ সেরা লিগে চ্যাম্পিয়ন হতে শীর্ষ কোনো ক্লাবে নাম লেখাতে চান তিনি। সেটাও এই গ্রীষ্মকালীন দলবদল মৌসুমেই।

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, এরই মধ্যে মার্টিনেজকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এবার বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হতে যাচ্ছেন তিনি।

২০২১ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা জেতে আর্জেন্টিনা। ২০২২ আসরে শক্তিশালী ফ্রান্সকে পরাজিত করে সোনালি ট্রফি ঘরে তোলে তারা। মাঝে ইতালিকে হারিয়ে ফিনালাসিমা জেতে আলবিসেলেস্তেরা। ৩ শিরোপা জয়ের নেপথ্যেই মার্টিনেজের রয়েছে অসাধারণ অবদান। স্বাভাবিকভাবেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

সেই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে অ্যাস্টন ভিলা। মার্টিনেজের দাম আকাশছোঁয়া হাঁকাতে যাচ্ছে তারা। সবকিছু ঠিক থাকলে তার পারিশ্রমিক সপ্তাহে ১ লাখ ব্রিটিশ পাউন্ড চাইতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দলটি। এমনটি হলে বিশ্বের সবচেয়ে খরুচে গোলকিপার হবেন তিনি। ভিলার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন আর্জেন্টাইন স্টপার।

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে বিশ্বে সবচেয়ে মূল্যবান গোলকিপার হচ্ছেন কেপা আরিজাবালাগা। ২০১৮ সালে ৭১ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে চেলসিতে যোগদান করেন তিনি। গুঞ্জন সত্য হলে, ২০২৩ সালেই সর্বোচ্চ আয়ে এই স্প্যানিশ স্টপারকে ছাড়িয়ে যাবেন মার্টিনেজ। এখন শুধু দেখার পালা।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker