সেই ৩৪ রানে তিন উইকেট হারিয়েছিল আফগানিস্তান। এরপর রহমত শাহ আর নাজিবউল্লাহ জাদরান মিলে বাংলাদেশকে কেবল হতাশাই উপহার দিচ্ছিলেন। অবশেষে রহমতকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছেন তাসকিন আহমেদ।
রহমত ও নাজিবের জুটি জমেই গিয়েছিল। ৯০ বলে তুলে ফেলেছিল ৮৯ রান। মাঝে একবার এই জুটি ভাঙার সুযোগও এসেছিল। ইনিংসের ১৭তম ওভারে নাজিবের শট বোলার সাকিব আল হাসানের হাতের ফাঁক গলে সোজা গিয়ে আঘাত হানে স্টাম্পে। থার্ড আম্পায়ার এক নজর দেখে আউটও দিয়েছিলেন। তবে এরপরই সাকিবের মনে হয়, বলটা হাত ছুঁয়ে যায়নি স্টাম্পে। আম্পায়ার আবারও পরখ করে সিদ্ধান্ত দেন, আউট থেকে বেঁচে যান রহমত।
এরপর তিনি তুলে নেন ফিফটি। সঙ্গী নাজিবউল্লাহও পঞ্চাশের দেখা পেয়ে যান কিছু আগেই। তবে ফিফটির দেখা পাওয়ার পর রহমত টিকতে পারেননি খুব বেশি সময়। পরের ওভারেই তাসকিনের বলে ফেরেন সাজঘরে।
তাসকিনের বল হালকা মুভমেন্ট নিয়ে গিয়ে আঘাত হেনেছে স্টাম্পে। তাতেই ১২৩ রানে চতুর্থ উইকেট হারিয়ে বসে আফগানরা।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.