শতবর্ষের গৌরব ও ঐতিহ্যের ধারক ও বাহক বল্লা করোনেশন হাই স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২৭শে জানুয়ারী সকাল ৮ ঘটিকা থেকে বল্লা করোনেশন হাই স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গনে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেল রেস,মিউজিক্যাল চেয়ার,দৌড় প্রতিযোগিতা, বর্ষা নিক্ষেপ, পাতিল ভাঙ্গা, বাস্কেটবল, মোরগ লড়াই সহ নানা ধরনের খেলায় অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়াও আয়োজনটিতে স্কুলের কয়েকজন শিক্ষার্থীদের উদ্যোগে নিজ হাতে তৈরি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা ধরণের পিঠা বিক্রি ও প্রদর্শন করতে দেখা যায়।
বল্লা করোনেশন হাই স্কুল ও কলেজের প্রভাষক তারিকুল ইসলাম ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বল্লা করোনেশন হাই স্কুল ও কলেজের প্রধান শিক্ষক জনাব মোঃ কামরুল হাসান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত ও উদ্বোধক হিসেবে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি জনাব শাহাদাত হুসেইন উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনারা উপস্থিত হতে পারেনি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।