কুরআন-সুন্নাহর আলোকে তাওহীদভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসুন :আন্তর্জাতিক মহাসম্মেলনে জমঈয়ত সভাপতি
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের দু’দিনব্যাপী সম্মেলন : পাকিস্তানের দুই সিনেটর ও সউদী ধর্ম উপদেষ্টাসহ বিশ্বের বিভিন্ন দেশের ইসলামি স্কলারদের উপস্থিতি
কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার মাধ্যমে তাওহীদভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসতে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক এ আহ্বান জানান।
ঢাকার অদূরে আশুলিয়া থানার বাইপাইল জমঈয়ত ক্যাম্পাসে গত (শুক্রবার) সকালে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন সউদী ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল আরিফী।
এতে বিভিন্ন দেশের জমঈয়ত নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ ও বক্তব্য প্রদান করেন মারকায-ই জমঈয়তে আহলে হাদীস পাকিস্তান-এর সভাপতি ও পাকিস্তান জাতীয় পরিষদের সিনেটর প্রফেসর সাজেদ মীর এবং সেক্রেটারি জেনারেল ও সিনেটর শাইখ ড. হাফেয আব্দুল কারীম, নায়েবে আমীর শাইখ ড. আবু তুরাব আলী মুহাম্মদ নূর মুহাম্মদ।
ও শাইখ ড. আব্দুল গফুর রাশেদ, কুয়েতের বর্ষীয়ান আলেমে দীন ও দাঈ শাইখ সালিম বিন সা‘আদ আত-তবীল, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট আলেম শাইখ আব্দুর রহমান বিন ইবরাহীম আয যারউনী।
পাকিস্তান হরকাতুল কুরআন ওয়াস সুন্নাহ’র সভাপতি হাফেয আল্লামা ইঞ্জিনিয়ার ইবতিসাম ইলাহী যহির, ইন্দোনেশিয়ার মুয়ায বিন জাবাল ইসলামিক এজুকেশন ইন্সটিটিউশন এন্ড সেন্টারের পরিচালক শাইখ জোজন জাইনুল মুরসালিন মাদানী, বাহরাইনের বিশিষ্ট আলেম শাইখ ফাইয হুসাইন আস সালাহ, নেপালের বিশিষ্ট আলেম শাইখ শামীম আহমাদ নদভী প্রমুখ।
জুমু‘আর খুতবাহ্ প্রদান করেন সউদী ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল আরিফী। জুম‘আর সালাতে লক্ষাধিক মুসল্লির আমীন শব্দে মুখরিত হয়ে ওঠে মহাসম্মেলন ময়দান।
বিশেষ অতিথি ছিলেন সউদী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আদ-দুহাইলান, রিলিজিয়াস অ্যাটাশে মুবারক বিন আমেক আল আনাযী, কেন্দ্রীয় জমঈয়তের সিনিয়র উপদেষ্টা প্রফেসর একেএম শামসুল আলম, প্রফেসর ড. মুহাম্মদ আযহার উদ-দীন, আলহাজ এম. এ. সবুর, আলহাজ মোহাম্মদ জাকির হোসেন, আলহাজ মো. আলতাফ হোসেন, আলহাজ ফকীর আখতারুজ্জামান, ড. শরিফুল ইসলাম রিপন, রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ তমিজ উদ্দীন, মুহাম্মদ তুহিরুল ইসলাম, মোহাম্মদ ইসহাক সরকার প্রমুখ।
এছাড়া কেন্দ্রীয় জমঈয়তের সহ-সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক আইজিপি মুহাম্মদ রুহুল আমীন, আলহাজ আওলাদ হোসেন, আলহাজ ফকীর বদরুজ্জামান, প্রফেসর ড. দেওয়ান আব্দুর রহীম, প্রফেসর ড. মুহাম্মদ রঈসুদ্দীন, প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী, প্রফেসর ড. মো. ওসমান গনী, শাইখ মুফাযযল হুসাইন মাদানী প্রমুখ।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর নেতৃবৃন্দ ছাড়াও মহাসম্মেলনে বক্তব্য প্রদান করেন দেশ বরেণ্য আলেম ও শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ লোকমান হোসেন, প্রফেসর ড. আ. ব. ম সাইফুল ইসলাম সিদ্দিকী, প্রিন্সিপ্যাল শাইখ মোস্তফা বিন বাহারুদ্দীন সালাফী, শাইখ গোলাম কিবরিয়া নূরী,
অধ্যাপক ড. মোসলেহ উদ্দীন, প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া, শাইখ সাইফুদ্দীন বেলাল মাদানী, অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল্লাহ মাদানী, প্রফেসর ড. মনযুরে ইলাহী, অধ্যাপক ড. ইমাম হোসেন, ভারতের বিশিষ্ট বক্তা ব্রাদার রাহুল হুসাইন প্রমুখ। গত শনিবার দ্বিতীয় দিনের অধিবেশনে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।