টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ সদর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবাল বলেছেন নির্বাচিত সরকার ছাড়া এই দেশ কেউ চালাতে পারে না,ইতিমধ্যে তা প্রমাণ হয়েছে।
আজ ২২ই মার্চ ২১শে রমজান শনিবার টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন শুধ ডিসি এসপি দের প্রত্যাহার করলেই ফ্যাসিস্ট দমন হবে না, সচিবালয় থেকে শুরু করে সরকারের সব জায়গায় এখনও ফ্যাসিস্টদের দোসর আমলারা ঘাপটি মেরে বসে আছে এদেরকেও অপসারণ করতে হবে। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যেই আগামী নির্বাচন দিতে হবে বলেও মন্তব্য করেন এডভোকেট ফরহাদ ইকবাল।
করোটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম বদরুজ্জামান বদরের সভাপতিত্বে ও করোটিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাজাহান শিকদারের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
এছাড়াও উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম,শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীন, সদর উপজেলা বিএনপির সভাপতি এম এ আব্দুর রউফ।
টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান,সাধারণ সম্পাদক রক্সি মেহেদী সহ টাঙ্গাইল জেলা ও বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।