জামালপুরের সরিষাবাড়ীতে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাদান ইউনিয়ন বিএনপির পার্টি অফিস ভাংচুর করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি। শুক্রবার (২১ মার্চ) বিকালে উপজেলার মহাদান ইউনিয়ন এলাকায় ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনে ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে উপজেলার মহাদান ইউনিয়নের তালতলা এলাকায় সরকারি একটি বিলের মাছ ধরা নিয়ে লাঞ্জু ও বহিস্কৃত নেতা ওয়াদুদ গং এর একটি সন্ত্রাসী চক্র বিরোধ করে আসছিলেন।
এই বিরোধকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির পাটি অফিস ও নিরিহ মানুষের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভাংচুর করে বিএনপি নেতা ওয়াদুদ মেম্বার ও তার লোকজন।
তারা আরো বলেন, ‘শুধু তাই নয় বিএনপির নাম ভাঙিয়ে অনেক অপকর্ম করেছেন লাঞ্জু ও ওয়াদুদ মেম্বার। দলীয় শৃঙ্খলা অমান্য করায় সাবেক মেম্বার ওয়াদুদকে ইউনিয়ন বিএনপির সদস্য থেকে বহিষ্কার করেছেন ইউনিয়ন বিএনপি। কিছু দিন পর পরই তারা নিরিহ মানুষের বাড়ি ঘর ভাংচুর করে।
বৃহস্পতিবার বিকালে মহাদান ইউনিয়নের সাবেক আউয়াল চেয়ারম্যান এর বাড়ি ঘরেও হামলা-ভাংচুর করেন লাঞ্জু, ওয়াদুদ ও তার লোকজন। এমন সন্ত্রাসী আরচণকারী লোক বিএনপির সাথে থাকতে পারে না।
এদের বিরুদ্ধে দলীয় ভাবে ও আইনগত ভাবে পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। এছাড়া ভাংচুরের এঘটনায় ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ-সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- মহাদান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সদস্য ও মহাদন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল প্রমুখ।