মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা
ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগ, আহ্বায়কের বাড়িতে হামলা-ভাঙচুর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ, ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামে আহ্বায়ক নবিবর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।
ভুক্তভোগী নবিবর রহমান এ ঘটনায় একই ইউনিয়নের গোপালপুর গ্রামের আবু সুফিয়ান, সাইদুর রহমান পাশা, সোহেল মিয়া, মিলন মিয়াকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নবিবর রহমানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করছিলেন।দাবিকৃত চাঁদা না পেয়ে এবং ভুক্তভোগী বাড়িতে না থাকার সুযোগে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে।
দেশীয় অস্ত্রসহ অভিযুক্তরা নবিবর রহমানের জীবনপুরস্থ বাড়ির পেছনের স্টিলের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা শোবার ঘরের ওয়ারড্রব, বেসিনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং ওয়ারড্রবে রক্ষিত ১০ লাখ টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালংকার, একটি মোটর, একটি চুলা ও একটি ফ্যান লুটপাট করে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে অভিযুক্ত আবু সুফিয়ান বলেন, “আমি ঘটনার সময় আমার বাসায় ছিলাম। আমাকে জড়ানো রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।প্রকৃতপক্ষে, গত রাতে বিএনপির মহিমাগঞ্জ ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়, যাতে ত্যাগী নেতাদের নাম বাদ দেওয়া হয়।
এমনকি সাবেক সংসদ সদস্য শামীম কায়ছার লিংকনকেও হেয় করে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক তো দূরের কথা, সদস্য সচিবের পর সাধারণ সদস্য পদে রেখেছে। এতে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে উত্তেজনা বাড়তে থাকে, যা এই ঘটনার মূল কারণ হতে পারে।”
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, “এ ঘটনায় লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”