মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার, টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিবুল হক খান বেনুর ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মার্চ সোমবার সকাল ১১ টায় টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের সভাপতি মাহমুদুল হক সানুর সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
স্মরণ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল এ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আবু বারেক আব্দুল্লাহ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার (বেনু কোম্পানী) সিদ্দিকুল ইসলাম,
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবো দলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শাফি সহ হাবিবুল হক খান বেনুর পরিবারের সদস্য বৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে হাবিবুল হক খান বেনুর সাথে নানা স্মৃতিচারণ করেন এবং তার আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্মরণ সভাটি সঞ্চালনা করেন হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।