বিএনপি

তিন মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ হাইকমান্ডের

চট্টগ্রাম নগর বিএনপির আওতাধীন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের কমিটিগুলো আগামী তিন মাসের মধ্যে গঠনের নির্দেশ দিয়েছে দলটির হাইকমান্ড। সোমবার (২১ মার্চ) বিকেলে ঢাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চট্টগ্রাম নগর বিএনপি নেতাদের ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা। তিনি বলেন, চট্টগ্রাম নগরীর থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটি গঠন করে নগর কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিগুলো সমন্বয় করার জন্য নগর বিএনপির ৫ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম মহানগর বিএনপির সামগ্রিক বিষয়ে তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানকে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর এ কাজের তদারকি করবেন।

ভার্চুয়াল সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহাদাত হোসেনও সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২৩ ডিসেম্বর ডা: শাহাদাত হোসেনকে আহ্বায়ক ও আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছিল। মহানগর বিএনপির ১৫টি সাংগঠনিক থানা, ৪৩টি ওয়ার্ড কমিটি রয়েছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker