ময়মনসিংহের বিএনপি নেতা মো: রকিবুল হাসান (সোহেল), বান্দরবানের জিং সমলিয়ান বম এবং রংপুরের মো: সাইদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
সোমবার (২১ মার্চ) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহের ফুলপুর পৌর বিএনপির সাবেক সদস্য মো: রকিবুল হাসান (সোহেল), বান্দরবানের রুমা উপজেলা বিএনপির সভাপতি জিং সমলিয়ান বম এবং রংপুরের বদরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: সাইদুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।