আন্দোলনের এক ধাক্কাতেই সার্চ কমিটি আর নির্বাচন কমিশন থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আমান বলেন, শেখ হাসিনার ক্ষমতা আর বেশিদিন নেই। সার্চ কমিটি আর নির্বাচন কমিশন, এগুলো তো আন্দোলনের এক ধাক্কাতেই চলে যাবে।
বিএনপির এই নেতা বলেন, আমেরিকা শুধু র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে নিষেধাজ্ঞা দেবে, ইনশাল্লাহ্। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ক্ষমতায় থাকতে পারবে না।
তিনি বলেন, সরকারের যেসব মন্ত্রী সচিবালয়ে বসেছে এদেশের জনগণ তাদের সেখান থেকে বের করে নিয়ে আসবে। জনগণ বর্তমান অবৈধ সরকারের পতন ঘটাবে। সেজন্য নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বলেন তিনি।