ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের ঘোষণা; হাদি ও মুছাব্বির হত্যাকাণ্ডের বিচার দাবি
নির্বাচন কমিশনের (ইসি) বিশেষ অনুরোধে বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, “আগামী ১১ জানুয়ারি থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর শুরু করার কথা ছিল। এই সফরে তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ বিভিন্ন জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে আমরা এই সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”
হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ ও বিচার দাবি:
সফর স্থগিতের ঘোষণার পাশাপাশি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং সম্প্রতি ঢাকার ফার্মগেটে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরসহ আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আমরা অবিলম্বে এসব হত্যাকাণ্ডের হোতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
উপস্থিত নেতৃবৃন্দ: সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, তারেক রহমানের এই সফরের নতুন তারিখ পরবর্তীতে সুবিধাজনক সময়ে জানানো হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের প্রাক্কালে বড় ধরনের জনসমাগম এড়াতে এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পরিপালন নিশ্চিত করতেই নির্বাচন কমিশন এই অনুরোধ জানিয়েছে। অন্যদিকে, তারেক রহমান পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তাঁর সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে যে উদ্দীপনা তৈরি হয়েছিল, সফর স্থগিতের খবরে তাতে কিছুটা ভাটা পড়লেও আইনশৃঙ্খলা ইস্যুতে কঠোর অবস্থানের ঘোষণা দলটিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।