চার দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান; ১১ জানুয়ারি থেকে শুরু
১১ থেকে ১৪ জানুয়ারি টাঙ্গাইল-রংপুরসহ ৯ জেলা সফর; শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের কর্মসূচি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত টানা চার দিন তিনি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও রংপুরসহ উত্তরাঞ্চলের ৯টি জেলা সফর করবেন।
আজ বুধবার (৭ জানুয়ারি) তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়েছে, এই সফরকালে নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত ‘নির্বাচনী আচরণবিধি’ কঠোরভাবে পালন করা হবে। এ বিষয়ে ইতিপূর্বেই নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে অবহিত করেছে বিএনপি।
সফরসূচি একনজরে:
- ১১ জানুয়ারি: ঢাকা থেকে যাত্রা শুরু করে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে মতবিনিময় শেষে বগুড়ায় রাত্রিযাপন।
- ১২ জানুয়ারি: বগুড়া থেকে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সফর। রংপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন।
- ১৩ জানুয়ারি: পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক।
- ১৪ জানুয়ারি: রংপুর ও বগুড়ায় শেষ মুহূর্তের কর্মসূচি সেরে ঢাকা প্রত্যাবর্তন।
শ্রদ্ধা নিবেদন ও সাক্ষাৎ: সফরকালে তারেক রহমান মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ এবং নিজের নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন। এছাড়া জুলাই বিপ্লবে শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সমবেদনা জানাবেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের ঠিক আগে তারেক রহমানের এই সশরীরে সফর উত্তরবঙ্গের নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে। বিশেষ করে বগুড়া ও রংপুর বেল্টে বিএনপির অবস্থান আরও সুসংহত করতে এই সাংগঠনিক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।