দলীয় সিদ্ধান্ত অমান্য: সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার করল বিএনপি
জোটের মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিবের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণায় কঠোর দল
দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার দায়ে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মনোনয়ন নিয়ে বিরোধ ও স্বতন্ত্র ঘোষণা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে জোটের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। রুমিন ফারহানা এই আসনের শক্তিশালী প্রার্থী থাকলেও দলীয় সিদ্ধান্তে মনোনয়ন বঞ্চিত হন। তবে দলের নির্দেশ উপেক্ষা করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন এবং প্রচারণায় নামেন।
রুমিন ফারহানার অবস্থান: ইতিপূর্বে রুমিন ফারহানা জানিয়েছিলেন যে, দল যদি ব্যবস্থা নেয় তবে তিনি তা মেনে নেবেন। তিনি গণমাধ্যমকে বলেছিলেন, “যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে, আমি তো বাধা দিতে পারব না।” তিনি মনোনয়নপত্র কেনার আগেই দল থেকে পদত্যাগের ইচ্ছে পোষণ করেছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির দীর্ঘদিনের পরিচিত মুখ এবং রাজপথের সোচ্চার কণ্ঠ রুমিন ফারহানার এই বহিষ্কার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁর অনুসারীরা এই সিদ্ধান্তে মর্মাহত হলেও দলের নীতিনির্ধারকরা বলছেন, “দলের শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না।” এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর নির্বাচনী লড়াই কোন দিকে মোড় নেয়, সেটিই দেখার বিষয়।