অসহায় পরিবারকে তারেক রহমানের সহায়তা, অটোরিকশা ও চিকিৎসা প্রদান
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠন চট্টগ্রামের চন্দনাইশে দুটি অসহায় পরিবারকে সহায়তা দিয়েছে। এর মধ্যে একটি পরিবারকে অটোরিকশা এবং দুটি শিশুকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়াও, গত গণঅভ্যুত্থানে আহত এক 'জুলাই যোদ্ধাকে' চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায়, চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় অসহায় ও দুস্থ পরিবারের আলাদা দু’টি ছেলে শিশু সন্তানকে চিকিৎসা সহায়তা এবং একটি অটোরিকশা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠন। পাশাপাশি চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
১৩ আগস্ট বুধবার, বিকেলে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় কালিয়াইশ গ্রামে এই মানবিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, চন্দনাইশ হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের পরিবারকে অটোরিকশা প্রদান করা হয়। দুস্থ পরিবারের তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান (হার্টে ছিদ্র) এবং এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে (থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত) চিকিৎসা সহায়তা দেওয়া হয়।