জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান: আমীর খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রামে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন যে জুলাই-আগস্ট আন্দোলনের মূল নায়ক তারেক রহমান এবং সবচেয়ে বেশি অবদান বিএনপির।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন যে জুলাই-আগস্ট আন্দোলনের মূল নায়ক তারেক রহমান এবং সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর। শনিবার (২৬ জুলাই) বিকেলে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পেশাজীবী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, এই আন্দোলনের সবচেয়ে বেশি দিন আত্মত্যাগ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ১৬ বছরের আন্দোলন সংগ্রামে বিএনপির অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেন, যাদের ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়েছে, চাকরিচ্যুত হয়েছেন এবং বছরের পর বছর কারাবরণ করেছেন। তিনি আরও বলেন, এই আন্দোলনে প্রথম শহীদ ওয়াসিমের নামও এখন আলোচনায় আসছে না, যা অত্যন্ত দুঃখজনক।
আন্দোলনের কৃতিত্ব নিয়ে তিনি বলেন, এই আন্দোলনকে বিএনপি কখনো এককভাবে দাবি করে না। এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের আন্দোলন। তবে রেকর্ডের জন্য আমাদের নেতাকর্মীদের সবাইকে জানতে হবে যে এই আন্দোলনের মূল নায়ক ছিলেন তারেক রহমান এবং সবচেয়ে বেশি অবদান ছিল বিএনপির।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং সুনির্দিষ্ট হিসাব-নিকাশ করে এই পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও জানান, বিএনপি দেশ গড়ার জন্য ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি তৈরি করেছে এবং এই পরিকল্পনা নিয়ে তারেক রহমান সাহেব কাজ করছেন।
তিনি বলেন, এখন দেশ গড়ার সময়। ভিন্নমত পোষণ করেও অপরের মতকে সম্মান জানানোর কথা বলেছেন তারেক রহমান। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না।
প্রধান বক্তা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এক মাসে শেষ হয়নি, এটি গত ১৬ বছরের আন্দোলনের ফল। তিনি বলেন, ভুয়া মামলার আমদানিকারক হচ্ছে আওয়ামী লীগ। তিনি আরও যোগ করেন, আন্দোলন-সংগ্রাম ও দেশ পরিচালনা একদিনে হয় না।
বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই ৩৬ দিনের আন্দোলন কোনো বিচ্ছিন্ন অভ্যুত্থান নয়, বরং এটি গত ১৬ বছরের লাগাতার আন্দোলনের ফসল। তিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে সিটি কর্পোরেশনের একটি পার্ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশের নামকরণের কথা জানান।