‘স্বেচ্ছাসেবক কালু’কে দল থেকে আজীবন বহিষ্কার করল স্বেচ্ছাসেবক দল
মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধান্ত; দল জানাল দায় নেবে না
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে মোহাম্মদ সোহাগ নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি ‘কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু’কে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দল জানিয়েছে, বহিষ্কৃত কালু ওরফে স্বেচ্ছাসেবক কালুর কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। দলের সব নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হলো। এই হত্যাকাণ্ডের ঘটনাটি জনসম্মুখে ঘটায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।