অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছি: রুমিন ফারহানার দীপ্ত ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, "আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছি। রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছি। এ কারণেই দেশের প্রতি আমার সেল্ফ-কমিটমেন্ট রয়েছে।"
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য **ব্যারিস্টার রুমিন ফারহানা** বলেছেন, “আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছি। রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছি। এ কারণেই দেশের প্রতি আমার সেল্ফ-কমিটমেন্ট রয়েছে।”
শুক্রবার (২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় রুমিন ফারহানা আরও বলেন, “আমি যদি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হই, তাহলে সরাইল-আশুগঞ্জকে মনের মতো করে গড়ে তুলব। জনগণের স্বপ্ন পূরণে উন্নয়ন নিশ্চিত করব। সরাইল-আশুগঞ্জের কাঙ্ক্ষিত উন্নয়ন চাইলে আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। আমার হাত শক্তিশালী মানেই খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির হাত শক্তিশালী করা।”
দুর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি প্রার্থী **আজিম রানার** সভাপতিত্বে আয়োজিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি **ভিপি জহিরুল ইসলাম**, সহ-সভাপতি **অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন** ও **এবিএম মুমিনুল হক**, যুগ্ম সাধারণ সম্পাদক **মনির হোসেন মনির**, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক **আনোয়ার হোসেন মাস্টার**, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক **আজিজুর রহমান হেলাল**, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক **আরাফাত আহমেদ হৃদয়** এবং আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক **মো. নাসির মুন্সী** প্রমুখ।
সভায় বক্তারা দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি আগামী দিনের রাজপথের আন্দোলন ও নির্বাচনে রুমিন ফারহানার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।