নির্বাচন বিলম্বিত হলে দেশে ফ্যাসিবাদের আশঙ্কা: খালেদ হোসেন মাহবুব শ্যামল
দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেছেন, নির্বাচিত সরকারের প্রক্রিয়া বিলম্বিত হলে দেশে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে।
দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, “নির্বাচিত সরকারের প্রক্রিয়া বিলম্বিত হলে দেশে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে।”
আজ (শনিবার, ৩১ মে) সকালে শহরের পৌর মুক্ত মঞ্চে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বই প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জেলা বিএনপি ও জিয়া স্মৃতি পাঠাগার।
তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের জন্য দেশের নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন করেছে। তাদের প্রত্যেকেই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। নির্বাচন ছাড়া কোনো সমাধান নেই।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যত কথাই বলা হোক না কেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে বিদেশি বিনিয়োগ আসবে না। বর্তমান সংকট কাটিয়ে উঠতে অবিলম্বে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দরকার।”
জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া পাঠান পাপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহসভাপতি এ বি এম মমিনুল হক মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করার আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি।