আওয়ামী লীগ নিষিদ্ধে সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক রুহুল্ল্যাহ আরেফীনের বিস্ফোরক পদত্যাগপত্রে বিএনপির অবস্থান নিয়ে হতাশা ও প্রতিবাদ
দেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করে বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক রুহুল্ল্যাহ আরেফীন (দীপ্ত) পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তার এক খোলা চিঠিতে তিনি জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় তিনি নীতিগত দ্বন্দ্বে ভুগছেন এবং এই পরিস্থিতিতে দায়িত্বে থাকা সম্ভব নয় বলে মনে করছেন।
রুহুল্ল্যাহ আরেফীন তার পদত্যাগপত্রে লেখেন—
“দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জাতির অস্তিত্ব সংকটের প্রেক্ষাপটে আমার বিবেক আমাকে নিরব থাকতে দিচ্ছে না… কিন্তু আমার দল বিএনপি এখনো এ ব্যাপারে কোনো সুস্পষ্ট অবস্থান গ্রহণ না করায় আমি গভীর হতাশা ও নীতিগত দ্বন্দ্বে ভুগছি।”
তিনি আরও বলেন,
“গণতন্ত্র হত্যাকারী, মানবাধিকার লঙ্ঘনকারী, রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণকারী এবং বিরোধী মত দমনকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আমি দৃঢ়ভাবে একমত।”
দলের এই অবস্থানহীনতায় ব্যক্তিগত বিশ্বাস ও মতাদর্শের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান তৈরি হওয়ায় তিনি বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক পদসহ সকল দলীয় কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
এই পদত্যাগ রাজনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই এটিকে বিএনপির অভ্যন্তরীণ সংকট ও যুব-ছাত্র রাজনীতিতে নতুন ধারা গঠনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
দলীয় সূত্রে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে পর্যবেক্ষকরা বলছেন, বিএনপির অভ্যন্তরীণ নীতির অস্পষ্টতা এবং রাজপথে সক্রিয় নেতাকর্মীদের চাপে দলটি সামনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।