ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হামলার ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, ‘এই উত্তপ্ত পরিস্থিতি বন্ধ করতে সংযম ও সংলাপই একমাত্র পথ।’
বুধবার (৭ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমান লেখেন—
‘আশপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।’
তিনি আরও লেখেন—
‘অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে।’
গত কয়েক সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছে যায়। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে একাধিক মিসাইল হামলা চালানো হয় কাশ্মীর সীমান্তসহ দু’দেশের বিভিন্ন স্থানে। এতে পাকিস্তানে অন্তত ২৬ জন এবং ভারতে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, আঞ্চলিক অস্থিরতা ইতোমধ্যে বাংলাদেশসহ আশপাশের দেশগুলোর আকাশপথ ও বাণিজ্যিক কার্যক্রমেও প্রভাব ফেলতে শুরু করেছে।