বিএনপিটাঙ্গাইল

বিএনপি বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন সংস্কার করেছে- নজরুল ইসলাম খান

বিএনপি’র স্হায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন সংস্কার করেছে, গণমুখী উন্নয়ন করেছে। বিএনপির রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি, জনগনের গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি, উৎপাদনের রাজনীতি। সেই বিএনপিকে সংস্কারের বিরোধী বলা হচ্ছে। যারা বলে আমি তাদের এই মাঠে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি। বিএনপি যখন সংস্কারের দাবি করেছিল তখন আপনারা তো দন্তেস্যও (স) উচ্চারণ করেন নাই। আপনাদের অনেক আগেই বিএনপি সংস্কারের দাবি করেছে।

তিনি রোববার বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা বিএনপির উদ্যোগে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৫ সালে ভিশন ২০৩০, বিএনপির ২০২২ সালের ২৭ দফা এবং ২০২৩ সালের অন্যান্য রানৈতিক দলের পরামর্শক্রমে ৩১ দফা কর্মসূচি দিয়েছে। আজকের এই সরকার যতগুলো সংস্কারের জন্য কমিটি করেছে, যতগুলো প্রস্তাব করেছে, একটা বের করেন যেটা আগেই বিএনপির পক্ষ থেকে করা হয় নাই। আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি, আমরাই প্রথম ক্ষমতার ভারসম্যের কথা বলেছি।

নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ ১৬ বছরের লড়াই সংগ্রাম ও গত জুলাই আগস্টের সংগ্রামে সব শহিদের রক্ত বৃথা হয়ে যাবে, যদি পতিত স্বৈরাচারকে বাংলাদেশের রাজনীনৈতিক অঙ্গন থেকে চিরতরে উৎখাত করতে না পারি। সেই তাদেরকেই কিছু টাকার লোভে, নিজের দল ভারি করার লোভে যদি আশ্রয় দেন, মনে রাখবেন তারাই শহীদের রক্তের সাথে বেঈমানী করছেন। কেউ আপনাদের ক্ষমা করবে না।

সংবর্ধনার জবাবে আব্দুস সালাম পিন্টু বলেন, দেশ নিয়ে আজ আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আর পেছনে রয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল। এসব ষড়যন্ত্র রুখতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গোপালপুর উপজেলার সরকারি সূতি ভিএম পাইলট মডেল হাই স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক, মোহাম্মদ আলী ও সাঈদ সোহরাব, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় প্রমুখ।

প্রসঙ্গত: আব্দুস সালাম পিন্টুর নির্বাচনী এলাকা গোপালপুর। তিনি এ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিন্ম আদালতে তার মৃত্যুদন্ডের আদেশ হয়। পরে উচ্চ আদালতের আদেশে বেকসুর খালাস পান। কারামুক্ত হয়ে ১৭ বছর পর রোববার প্রথম গোপালপুরে আসেন।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker