ব্রাহ্মণবাড়িয়ার ভিডিওকে গোপালগঞ্জের বলে পোস্ট করলেন সজীব ওয়াজেদ জয়
রিউমর স্ক্যানার কর্তৃক ফ্যাক্টচেক: পুরোনো ছিনতাইয়ের ভিডিওকে গোপালগঞ্জের ঘটনা দাবি
ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ব্রাহ্মণবাড়িয়ার একটি পুরোনো ছিনতাইয়ের ভিডিওকে গোপালগঞ্জে হত্যার পর পুলিশের গাড়িতে উঠানোর অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। বুধবার (১৬ জুলাই) রিউমর স্ক্যানার এই ভিডিওটির ফ্যাক্টচেক প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে।
ফ্যাক্টচেকের বিস্তারিত
রিউমর স্ক্যানার জানিয়েছে, জয় যে ভিডিওটি শেয়ার করেছেন, তা মূলত ছিনতাইয়ের অভিযোগে জনতা কর্তৃক এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে মুমূর্ষু অবস্থায় পুলিশের কাছে হস্তান্তরের একটি পুরোনো ভিডিও। তিনি এই ঘটনাকে গোপালগঞ্জের দাবিতে প্রচার করেছেন, যা মিথ্যা।
ব্রাহ্মণবাড়িয়া ক্যাটল ক্লাব নামের একটি ফেসবুক পেজে জয়ের শেয়ার করা ভিডিওটি গত ৪ জুন প্রকাশিত হয়েছিল। ওই পোস্টে বলা হয়েছিল, ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেওয়া হয়েছে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি
প্রসঙ্গত, দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জে পদযাত্রা করে। দলটির সমাবেশ শেষে ফেরার পথে সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এই হামলায় স্থানীয় হাসপাতাল সূত্র অনুযায়ী, চারজন নিহত হয়েছেন।