এমপি হওয়ার চিন্তা নিয়ে আমি রাজনীতি করিনা: বেনজির আহমেদ টিটো
নেতাকর্মীরা অনেকেই আমাকে এমপি হিসেবে দেখতে চায়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেছেন,বিএনপির অনেক নেতাকর্মীরা আমাকে এমপি হিসেবে দেখতে চায় কিন্তু আমি এই চিন্তা নিয়ে রাজনীতি করিনা।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন, সংগঠন যদি মনে করে আমাকে দিয়ে নির্বাচন করাবে, তাহলে করবো আর যদি সংগঠন যদি মনে করে আমাকে দিয়ে নির্বাচন করাবে না তাহলে চাই হবে।
আজ ২৩ মার্চ রবিবার কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়ন বিএনপির এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন বেনজির আহমেদ টিটো। ফ্যাসিস্ট সরকারের আমলে কালিহাতীর যতগুলো নেতাকর্মী হামলা মামলার স্বীকার হয়েছেন তাদের প্রত্যেকের পাশে দাড়িয়ে আমার সামর্থ অনুযায়ী সহোযোগিতা করেছি।
পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতার সভাপতিত্বে ও পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম খানের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া।
এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু,কালিহাতী উপজেলা যুব দলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাশমত আলী রেজা, পাইকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মিন্টু সহ কালিহাতী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।