ফ্যাসিবাদের দোসররা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এ্যাড. নিপুণ রায় চৌধুরী।
আজ (০৭ মার্চ) শুক্রবার সকালে আগানগর ইউনিয়ন বিএনপির জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরে আসবে। অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন।
সংসদে বসেই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। দেশে নৈরাজ্য সৃষ্টি করে অন্যায় অবিচারের মাধ্যমে একদলীয় শাসনতন্ত্র কায়েম করেছিলো স্বৈরাচার হাসিনা।
ফ্যাসিস্ট হাসিনা সরকার সংবিধানের হস্তক্ষেপ করে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে, ক্ষমতা থাকা অবস্থায় নির্বাচন করেছে। হাসিনা জনগণের ভোটে বিশ্বাসী নন। তাই দিনের ভোট রাতে করতো। বাংলাদেশে আর কোনোদিন দিনের ভোট রাতে হবে না। জনগণ তাদের নিজেদের ভোটের মাধ্যমে পছন্দের প্রতিনিধিকে বেছে নেবে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দে আলী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা ঈশা খা, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহীন রহমান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা প্রমুখ।