বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও, যারা মুসলমান নন, তারাও আল্লাহর সৃষ্টি এবং আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত। তিনি উল্লেখ করেন, প্রত্যেক মানুষই তার নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও আকিদার জন্য আল্লাহর দরবারে দায়বদ্ধ।
শনিবার এক বক্তব্যে জামায়াত আমির বলেন, “মানুষ হিসেবে আমরা সকলের কল্যাণ কামনা করি। সহনশীলতা ও সমমর্যাদার ভিত্তিতে একসঙ্গে বসবাস করাই আমাদের নীতি। এতে কোনো ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠী আতঙ্কে থাকবে না।”
তিনি আরও বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে নানা প্রতিকূলতার সম্মুখীন হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছে। তিনি দাবি করেন, দেশের ওলামায়ে কেরাম ও মাদ্রাসার ছাত্ররা সমাজে শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভূমিকা রেখেছে।
সম্প্রতি ঘটে যাওয়া কিছু অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, “এই ঘটনাগুলোর ৯৯ ভাগই রাজনৈতিক, ধর্মীয় নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই সমর্থনযোগ্য নয়, কারণ এতে সমাজে শৃঙ্খলা নষ্ট হয়।”
তিনি দেশপ্রেম ও শান্তির আহ্বান জানিয়ে বলেন, “আমরা আল্লাহকে ভয় করি, দেশ ও দেশের মানুষকে ভালোবাসি। তাই আমরা কখনো চাইনি যে, কেউ এ দেশে অরাজকতা সৃষ্টি করুক।