টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কৃতি সন্তান মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা মোঃ রবিন খান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় তার নিজ গ্রাম ও কালিহাতী বাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ ২২ শে ফেব্রুয়ারি (শনিবার) কালিহাতী উপজেলার আগচারান হাই স্কুল মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
কালিহাতী উপজেলা কৃষক দলের আহবায়ক ও কোকডরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান (শাফি) এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক)
প্রধান অতিথির বক্তব্যে ভিপি রফিক বলেন; গত ২০২২ সালের ৭ই ডিসেম্বর বিএনপির সমাবেশ কে কেন্দ্র করে ঢাকার পল্টনে বিনপির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামীলীগ সরকারের সন্ত্রাসী পুলিশ বাহিনী ও ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায়,যে হামলায় আমাদের রবিন মারাত্মক ভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে।
এক পর্যায়ে তার মৃত্যুর খবর আসলে আমি মর্মাহিত হই,পরে আবার মাহিমের মাধ্যম জানতে পারি রবিন মারা যায়নি কিন্তু অবস্থা আশঙ্কাজনক। আল্লাহর অশেষ রহমতে সেই রবিন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্যেশ্য করে রফিক বলেন; আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রবিন খানের এই ত্যাগের মূল্য দিয়ে তিনি রবিন কে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি নির্বাচিত করেছেন, সেজন্য আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে কালিহাতী উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান বলেন; আজকে আমার নিজ গ্রাম ও কালিহাতীর জনগণের এই ভালোবাসায় আমি অভিভূত, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সকলকে নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত কে শক্তিশালী করে জনগণকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুল ওয়াদুদ (তৌহিদ),সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, কালিহাতী, রাশিদুল হাসান জামিল,যুগ্ম আহবায়ক, তেজগাঁও কলেজ ছাত্রদল। মোহাম্মদ হারুনুর রশিদ (মিনু), সাধারণ সম্পাদক, এলেঙ্গা পৌর বিএনপি।
আতাউর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক, কালিহাতী উপজেলা বিএনপি। মোঃ আনোয়ার হোসেন মোল্লা, আহবায়ক, কালিহাতী উপজেলা যুবদল। হাসমত আলী রেজা, সদস্য সচিব, কলিহাতী উপজেলা যুবদল। মোঃ নুরুল ইসলাম, সভাপতি,
কালিহাতী উপজেলা ছাত্রদল। মোঃ আরিফ হোসেন (শাফী), সদস্য সচিব, কালিহাতী উপজেলা স্বেচ্ছাসেবক দল। মোহাম্মদ রনি, সাধারণ সম্পাদক, কালিহাতী উপজেলা ছাত্রদল। মোঃ আলাল হোসেন (ফুল মাহমুদ), সভাপতি, কোকডরা ইউনিয়ন বিএনপি।
হৃদয় খান, সভাপতি, কোকডহরা ইউনিয়ন ছাত্রদল সহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কালিহাতী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ফারুক আহমেদ খান, সাধারণ সম্পাদক কোকডহরা ইউনিয়ন বিএনপি।