অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে এবং ফাঁসির দড়িতে ঝোলার জন্যই দেশে আসবেন। তিনি ২৩ ডিসেম্বর শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আরাফাতের জানাজায় অংশ নিয়ে এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন,যারা ভারতে আশ্রয় নিয়ে ভাবছে বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলব, বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন।
তিনি বলেন, গণহত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবে এবং যারা বাইরে থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদেরকে বিচারের জন্য প্রস্তুত থাকতে হবে।