তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ে ব্যর্থতার দায় নিয়ে বিএনপির নেতৃত্বকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দলটির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। একই সঙ্গে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে এক মতবিনিময়সভায় তিনি এ আহ্বান জানান।
এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে আখতারুজ্জামান রঞ্জন জানান, তারেক রহমান ও তাঁর সিদ্ধান্তের প্রতিবাদে তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন।
তিনি বলেন, ‘নির্বাচনে কে এলো বা এলো না, তা বড় কথা নয়, গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ নির্বাচন বয়কট বা বাধা দিতে পারে না। নির্বাচন বয়কট যে ভুল সিদ্ধান্ত তা ভবিষ্যতে প্রমাণিত হবে।
মার্কিন ভিসানীতির কথা উল্লেখ করে সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের ওপর ভিসানীতি প্রয়োগ করা হবে। কাজেই বিএনপি নির্বচন বানচাল বা বাধা দিলে সন্ত্রাসের অভিযোগে তাদের ওপরও ভিসানীতি প্রয়োগ হতে পারে।
বিএনপির গঠনতন্ত্রের নানা ধারার কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির উদ্দেশে বহিষ্কৃত এ নেতা বলেন, ‘বিএনপি একটি মধ্যপন্থী গণতান্ত্রিক দল। বিএনপি সব সময় জনগণের ক্ষমতার ওপর আস্থাশীল। বিএনপি নির্বাচনের বাইরে যেতে পারে না। নির্বাচন বয়কট করার দল বিএনপি না।
এসব কথা বিএনপির গঠনতন্ত্রে রয়েছে। তবে তারেক রহমানের মতো যারা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা গঠনতন্ত্রের মূল নীতিমালাগুলো অস্বীকার করছেন। তারেক রহমান ও তাঁর দলের গঠনতন্ত্রবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আমি নির্বাচনে দাড়াচ্ছি। কেবল নির্বাচনের মধ্যমেই গণতন্ত্র সুসংহত হতে পারে, বয়কটে নয়।’
আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার হয়নি বলে কি নির্বাচন হবে না।
যে সরকারই ক্ষমতায় থাক না কেন, নির্বাচন হতে হবে। নির্বাচন না হলে ক্ষমতার পরিবর্তন কিভাবে হবে। আন্দোলন করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী এখন জেলে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হয়নি। এ ব্যর্থতার দায় নিয়ে বিএনপির নেতৃত্বের উচিত পদত্যাগ করা। আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে এ দাবি আদায় সম্ভব নয়। তবে নির্বাচন হতে হবে। আন্দোলনের অংশ হিসেবে আমি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এতে অংশ নেব।’মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন কটিয়াদী ও পাকুন্দিয়া আসন নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। এ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিতে তিনি এ মতবিনিময়সভার আয়োজন করেন। সভায় দুই উপজেলার পাঁচ শতাধিক বিএনপি নেতাকর্মী অংশ নেন।