একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এই সরকার জনগণের দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন করার জন্য উন্মাদ হয়ে গেছে। শেখ হাসিনা তাঁর আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তফসিল দেওয়ার পাঁয়তারা শুরু করেছেন।
তফসিল ঘোষণা বন্ধ রাখার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আগে পদত্যাগ করুন, কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দিন, এই দলদাস নির্বাচন কমিশন বাতিল করুন। তারপর তফসিল। আওয়ামী লীগ কখনোই সোশ্যাল হারমোনি বা ডেমোক্রেসিতে বিশ্বাসী নয়। প্রতিপক্ষের বিরুদ্ধে ঘৃণা প্রচার ও প্রসারের সংস্কৃতি তৈরি করে।
এ জন্যই কুৎসিত ভাষায় আক্রমণ, কু-বাক্য ব্যবহার, টিপ্পুনি কাটাসহ নানামাত্রার জুলুম ও নিষ্ঠুরতা নামিয়ে আনা হয় বিরোধী দলের ওপর। কিন্তু এই জবরদস্তিমূলক দুঃশাসন যেকোনো মুহূর্তে উল্টে যেতে পারে, সেটি আওয়ামী লীগ কখনই চিন্তা করে না।
রিজভী বলেন, ‘সারা জাতির কাছে, দল ও সমমনা জোটের নেতাকর্মীদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, বুধবার ভোর ৬টা থেকে যে অবরোধ শুরু হবে সেটি সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য। শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করবেন এবং এটিকে সফল করবেন।
দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আগামী দুই দিন ৪৮ ঘণ্টার যে অবরোধ কর্মসূচি আপনারা সফল করবেন।’
তিনি আরো বলেন, এই অবরোধ গণতন্ত্রের পক্ষে, বাকস্বাধীনতা ফিরিয়ে আনার পক্ষে। এই অবরোধ স্বচ্ছ ভোটে, অবাধ, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে যেটি আজকে দীর্ঘদিন ধরে ছিনিয়ে নেওয়া হয়েছে জনগণের কাছ থেকে। জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই অবরোধ কর্মসূচি। এটি গণতান্ত্রিক সংগ্রামের একটি অংশ।