উসকানি দিয়ে বিএনপি পোশাক কারখানার শ্রমিকদের বিভ্রান্ত করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এখানে পরিষ্কারভাবে বিএনপি ও তাদের দোসরদের কালো হাত আছে। তারাই উসকানি দিয়ে, গুজব সৃষ্টি করে নিরীহ শ্রমিকদের বিভ্রান্ত করছে।
শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথ সভায় কাদের এসব কথা বলেন।
পোশাক কারখানার বিষয়টি প্রধানমন্ত্রী নিয়মিত ‘মনিটরিং’ করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এটা নিয়ে খুব একটা ষড়যন্ত্র করে… ওই ২৮ তারিখের মতো কিছু একটা করবে সে আশার গুড়ে বালি। আমরা আশা করি, শ্রমিকরা নিজেরা নিজেদের ক্ষতি করবে না।’
পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়টি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এখন দেশের অবস্থাও বুঝতে হবে। নেত্রী গতকাল (বৃহস্পতিবার) পরিষ্কার করে সেটি ব্যাখ্যা দিয়েছেন।
সেখানে বিজিএমইএর দু-একজন নেতাও ছিলেন। তারা শুনেছেন। এ ব্যাপারে বেশির ভাগ সমাধান হয়ে গেছে। তবে কোনাবাড়ি ও আশুলিয়া, এ দুইটা জায়গায় কিছু সমস্যা আছে।