মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন রাজশাহী বি এন পির শীর্ষ ৩ নেতা। তারা হলেন, বি এন পির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু, বি এন পির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
বুধবার দুপুরে বিচারপতি মোঃ হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজ খানের দ্বৈত বেঞ্চ আগামী ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত তাদের জামিন মুঞ্জুর করেছেন। ভার্চ্যুয়াল জামিন শুনানি অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। একই মামলায় বি এন পির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুও আসামী। তবে তিনি এ দিন জামিন নিতে হাইকোর্ট এ যাননি। দুলুও কয়েক দিনের মধ্যে হাইকোর্টে জামিন চাইবেন বলে জানা গেছে।
Subscribe
Login
0 Comments
Oldest