আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের স্থান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খুঁজছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আমরা ডিএমপি কমিশনারকে জায়গা খুঁজতে বলেছি।
রোববার (২০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি, একটি রাজনৈতিক দল সবকিছু মেনেই সমাবেশ করবে। কিন্তু তারা যদি আইন ভাঙে, জানমাল নষ্ট করে বা জ্বালাও-পোড়াও করে তাহলে নিরাপত্তাবাহিনী ব্যবস্থা নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বলছেন ১০ ডিসেম্বর ঢাকায় ২৫ লাখ আনবেন। এতো লোক এনে তারা কী করবেন জানি না। তবে আমরা ডিএমপি কমিশনারকে বলেছি, ঢাকার কোথাও এতো বড় মাঠ আছে কি না খুঁজে সেখানে মিটিং করার সুযোগ করে দিতে।
তিনি বলেন, যেহেতু রাজনৈতিক চর্চায় আমরা বাধা দিচ্ছি না, তাই তারা যদি এরকম আয়োজন করে তাহলে এমন জায়গায় যেন করে যেখানে এতো লোক ধারণ করা যায়। কমিশনার যেখানে মনে করবেন সেখানেই সমাবেশের ব্যবস্থা করবেন।
কামাল বলেন, ঢাকায় এক লাখ লোক হলেই সারাদিন জ্যাম হয়ে যায়। সেখানে ২৫ লাখ লোক এলে কী হবে আমার জানা নেই। কমিশনার তাদের সঙ্গে নেগোসিয়েশন করে ব্যবস্থা নেবেন।