পদ্মাসেতুর ওপর দাঁড়িয়ে জনগণ পূর্ণিমার চাঁদ নয়, আওয়ামী লীগের পতন দেখবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান।
সোমবার (২৩ মে) ঢাকা মহানগর জাগপার অস্থায়ী কার্যালয়ে যুব জাগপা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, বিশ্ব দুর্নীতিতে নিমজ্জিত পদ্মাসেতুর কেলেঙ্কারি মাথায় নিয়ে আওয়ামী লীগের সেতু উদ্বোধনের ঢাকঢোল পেটানো লজ্জাজনক। ক্ষমতাসীনদের জন্য শ্রীলঙ্কার চেয়ে মহাবিপদ অপেক্ষা করছে।
দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রমাণ করে দেশে শাসক নয়, শোষক বসে আছে। বিভিন্ন সংস্থার তথ্য বলছে, দেশের অবশিষ্ট রিজার্ভ সামান্য। যা যেকোনো সময় ধসে পড়তে পারে। অথচ সরকারপ্রধান দেশের অর্থনৈতিক রিজার্ভের সত্যকে গোপন রেখে মিথ্যা চালিয়ে যাচ্ছেন।
রাশেদ প্রধান বলেন, জনগণের ট্যাক্স-খাজনার টাকায় যে, পদ্মাসেতু নির্মাণ হয়েছে সেটাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করবেন না। আপনারা নিজেদের বদলানো শিখেছেন দেশ বদলানো শিখতে পারেননি। মনে রাখবেন কার ঠিকানা কোথায় হবে বলা যায় না তবে, কাশিমপুর এবং কেরানীগঞ্জের জেলখানার রাস্তা এখন খুব সোজা। সময় থাকতে মুখ সামলিয়ে কথা বলুন অন্যথায় আপনারা অচিরই গণঅভ্যুত্থানের আওয়াজ শুনতে পাবেন।