নির্বাচনী যুদ্ধে ফিরলেন ডা. তাসনিম জারা; আপিলে প্রার্থিতা বৈধ ঘোষণা
ইসির শুনানিতে টিকল ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন; লড়বেন ১২ ফেব্রুয়ারির ভোটে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আইনি লড়াইয়ে বড় জয় পেলেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। আজ শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর ফলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণে তাঁর আর কোনো বাধা রইল না।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত দেয় পূর্ণাঙ্গ কমিশন। এর আগে গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দিয়েছিলেন তিনি।
জটিলতার অবসান ও আপিল শুনানি:
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংবলিত যে তালিকা জমা দিয়েছিলেন ডা. জারা, তাতে দুজন ভোটারের ঠিকানায় অসংগতি থাকার অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল হয়েছিল। তবে আপিল শুনানিতে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ উপস্থাপনের পর কমিশন তাঁর যুক্তি গ্রহণ করে এবং তাঁকে বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃতি দেয়।
প্রতিক্রিয়া: প্রার্থিতা ফিরে পাওয়ার পর ডা. তাসনিম জারা তাঁর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি শুরু থেকেই দাবি করে আসছিলেন যে তাঁর সংগৃহীত স্বাক্ষরগুলো সঠিক ছিল এবং এটি কেবল আইনি প্রক্রিয়ার একটি অংশ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামা এই চিকিৎসক এখন পুরোদমে নির্বাচনী প্রচারণায় নামার প্রস্তুতি নিচ্ছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকা-৯ আসনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ডা. তাসনিম জারার মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বের অন্তর্ভুক্তি এই আসনের নির্বাচনী সমীকরণকে আরও উত্তেজনাকর করে তুলল বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।