ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
এনসিপি ছেড়ে স্বতন্ত্র হিসেবে লড়তে চেয়েছিলেন; হলফনামায় উঠে এল ব্যক্তিগত সম্পদের হিসাব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।
তাসনিম জারা ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পার্টি (এনসিপি)-র জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে সম্প্রতি জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোটের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি দল থেকে পদত্যাগ করেন এবং ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দেন।
হলফনামায় সম্পদের বিবরণ:
জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, পেশায় চিকিৎসক তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা। তাঁর বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা এবং তিনি ৩৪ হাজার ৫৭ টাকা আয়কর দিয়েছেন। হলফনামায় তাঁর কোনো মামলা, ঋণ বা সরকারি পাওনা নেই বলে উল্লেখ করা হয়েছে। তাঁর কোনো নিজস্ব বাড়ি, ফ্ল্যাট কিংবা জমিও নেই। তাঁর কাছে আড়াই লাখ টাকার অলংকার এবং হাতে নগদ ১৬ লাখ টাকা ও ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড রয়েছে।
ডা. জারার স্বামী খালেদ সাইফুল্লাহ একজন উদ্যোক্তা ও গবেষক, যাঁর বার্ষিক আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড। তাসনিম জারার জন্ম ১৯৯৪ সালে এবং তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার বাসিন্দা এই চিকিৎসক জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়।
মনোনয়নপত্র বাতিলের সঠিক কারণ এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে সাধারণত স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিল থাকলে এমনটি ঘটে থাকে। তাসনিম জারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন কি না, সে বিষয়ে তাঁর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।