আমীর খসরুর আসন বদল; চট্টগ্রামে বিএনপির প্রার্থী তালিকায় বড় রদবদল
চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু, চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী চূড়ান্ত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের রদবদল করেছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দলের হাইকমান্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। নির্বাচনী কৌশল ও মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনা করে এই পরিবর্তন আনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
📍 চট্টগ্রামে বিএনপির পরিবর্তিত প্রার্থী তালিকা:
- 🔹 চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): আমীর খসরু মাহমুদ চৌধুরী (স্থায়ী কমিটির সদস্য)।
- 🔹 চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর): সাঈদ আল নোমান (প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে)।
- 🔹 চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): মোহাম্মদ আসলাম চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা)।
আমীর খসরুর আসন পরিবর্তন: এর আগে গত ৩ নভেম্বর ঘোষিত প্রাথমিক তালিকায় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে তাঁকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে স্থানান্তর করা হয়েছে। এই আসনটি এর আগে আমীর খসরুর দীর্ঘদিনের নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত ছিল।
নতুন মুখ সাঈদ আল নোমান: আমীর খসরু সরে যাওয়ায় চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষের টিকিট পেয়েছেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান। তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্ষীয়ান নেতা প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে। তরুণ এই নেতার মনোনয়নে ওই এলাকার নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
সীতাকুণ্ডে আসলাম চৌধুরী: চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও এসেছে বড় পরিবর্তন। আগে মনোনীত কাজী সালাউদ্দিনের পরিবর্তে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে সীতাকুণ্ডে নিজ বাসভবনে নেতা-কর্মীদের সাথে মতবিনিময়ের সময় তিনি এই চূড়ান্ত মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম জানান, “দলের ঐক্য ও জয়ের সম্ভাবনা বিবেচনায় নিয়ে এই সমন্বয় করা হয়েছে।” উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ সময়। তার আগেই চট্টগ্রামের অধিকাংশ আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করল বিএনপি।